এস.এম হোসাইন আছাদ, জামালপুর ॥
জামালপুর পৌরসভার বগাবাইদ বোর্ডঘর এলাকায় গত বৃহস্পতিবার এলাকাবাসীর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বগাবাইদ এলাকায় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়- কুৎসা রটানো এবং আমাদের রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে ১১নং ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ রোকন, আওয়ামী লীগ নেতা রবিউল আওয়াল নবু, জাকারিয়া মাওলানার নেতৃত্বে ও মো. আলমগীরের সহযোগীতায় মিথ্যা বানোয়াট তথ্য দ্বারা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করানো হয়েছে। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহনকারীরা অধিকাংশই ছিলো মোহিনী বিড়ি ফ্যাক্টরীর শ্রমিক। তাদের টাকার বিনিময়ে অংশগ্রহন করিয়েছে। আবার অনেকেই আছে আওয়ামী লীগের কর্মী। আওয়ামী লীগের কর্মীদের বলা হয়েছে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল আছে। এমন মিথ্যা বলে ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়েছে। তারা ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে পুনরায় সাধারণ সম্পাদক প্রার্থী সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম আমীরকে দলের কাছে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই তার ভাই আওয়ামী লীগ নেতা হারুনকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার চালান। অপপ্রচারকারীদের মধ্যে একজন কুখ্যাত মাদকসেবী একাধিক মামলার আসামী শেখ মো. রোকন ও সম্প্রতি ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মলনে সাধারণ সম্পাদক প্রার্থী মো. আলমগীর ও রবিউল আওয়াল নবু রয়েছে। আমরা আওয়ামী লীগের ত্যাগী কর্মীদের বিরুদ্ধে এমন চক্রান্ত কিছুতেই মানতে পারছি না। আমাদের আওয়ামী লীগের নিতিনির্ধারকদের প্রতি অনুরোধ এমন ঘৃণ্য কাজের সাথে যারা জড়িত তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হোক।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর পৌর শাখার অন্তর্গত ১১নং ওয়ার্ড শাখার সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম আমীর, ১১নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক রেহানা ইসলাম রিপু, জেলা ওলামা লীগের যুগ্মসাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামীম আহাম্মেদ তুষার, ওয়ার্ড যুবলীগের যুগ্মআহ্বায়ক আব্দুল হালিম ও ওয়ার্ড ছাত্রলীগের যুগ্মআহ্বায়ক শহীদুল ইসলাম নির্ঝর বক্তব্য রাখেন।