নাটোরপ্রতিনিধি:
নাটোরের ৩টি ইউনিয়নের মধ্যে তেবাড়িয়া ইউনিয়ন ও কাফুরিয়া ইউনিয়ন এবং ছাতনীইউনিয়নের মহিলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১টার ২ নং তেবাড়িয়াইউনিয়ন, দুপুরে ৬নং কাফুড়িয়া ইউনিয়ন এবং বিকেলে ছাতনী ইউনিয়নের মহিলা আওয়ামী সম্মেলন অনুষ্ঠিত হয়। ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-নওগঁা (সংরক্ষিত) আসনেরসংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রত্না আহমেদ। নাটোর সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভীন অক্তারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়রউমা চৌধুরীজলি, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক দিলিপকুমার দাস , উপ-দপ্তর সম্পাদক আকরামুল ইসলাম , তেবাড়িয়া ইউপির চেয়ারম্যান ওমরআলী প্রধান , জেলাযুবলীগের ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব , জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিউটি আহমেদ,সঞ্চালনা করেন নাটোর সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেফালী বিজলীসহ তিনটি ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ , ছাত্রলীগ ও মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ।
নাটোর সদর উপজেলার ৩টি ইউপির মহিলা আওয়ামীলীগের ৩৭ সদস্য বিশিষ্ট আগামি ৩ বছরেরজন্য এই কমিটি সম্মেলন শেষে ঘোষনা করা হয়।
২নং তেবাড়িয়া ইউনিয়নের মহিলা আওয়ামীলীগের সভাপতি লাইলী বেগমও সম্পাদক শাহনাজ বেগম, ও ৬নং কাফুরিয়া ইউনিয়নের সভাপতি হাওয়া বেগমও সম্পাদক জুলেখা বেগম জুলি ।