মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ রাজনগর উপজেলার সুনামপুর গ্রামে মায়ের দোয়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে সোমবার দিনব্যাপী মিনিবার ফুটবল টুর্নামেন্ট খেলা সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে খেলা শুরু হয়ে সন্ধ্যায় চুড়ান্ত খেলা সম্পন্ন হয়। খেলায় ৩২টি দল অংশগ্রহন করে চুড়ান্ত পর্বে এসে সুরিখাল মিতালি স্পোর্টিং ক্লাব শেখ মিজান স্পোর্টিং ক্লাব (ডেকাপুর) এর সাথে সাংঘাতিক লড়াই করে উভয় পক্ষ কোন গোলের দেখা পায়নি। পরে ট্রাইবেকারে সুরিখাল স্পোর্টিং ক্লাব ২-১ গোলে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়নদের হাতে নগদ ৫ হাজার টাকা তুলে দেন যায়যায়দিনের মৌলভীবাজার প্রতিনিধি সাংবাদিক আব্দুল ওয়াদুদ। দ্বিতীয় পুরস্কার হিসেবে শেখ মিজান স্পোর্টিং ক্লাব (ডেকাপুর) এর হাতে নগদ আড়াই হাজার টাকা প্রদান করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, গ্রামের মুরব্বি নূরুল হক,ইলিয়াছ আলী, রাকিব আহমদ,জিলাল মিয়া আব্দুস শাহেদ প্রমূখ।