দেলোয়ার হোসেন লাইফ, নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে ২০২০-২১ অর্থ বছরে উপজেলা পর্যায়ে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক-কৃষানী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ডিসেম্বর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা এনএটিপি প্রশিক্ষণ হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষক বেলাল হোসেন, লালপুর উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, লালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শেখ মুহাম্মাদ মামুর রশিদ সহ নাটোর জেলা উদ্যান তত্ত্বরা উপস্থিত ছিলেন।