স্টাফ রিপোর্টার
ভূরুঙ্গামারীর পাইকের ছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামে পকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।জানাগেছে গত ০৭/১২/২০২০ তারিখে
অনুমান সকাল ১১.৩০ ঘটিকার মোছাঃ আফিফা খাতুন (০২), পিতা- মোঃ আশরাফুল আলম ডাব্লু , মাতা- মোছাঃ সুমি খাতুন, সাং গছিডাঙ্গা, থানা- ভূরুঙ্গামারী, জেলা- কুড়িগ্রাম খেলতে খেলতে বাড়ীর বাহিরে যায়। দুপুর অনুমান ১২.০০ ঘটিকার সময় শিশু বাচ্চাটির মাতা মোছাঃ সুমি খাতুন বাড়ীর বাহিরে তাকে খোঁজা খুঁজি শুরু করেন। অনেক খোঁজাখুঁজি করে তিনি বাড়ির উত্তর পাশে তাদের নিজের পুকুরের ভিতরে শিশু বাচ্চাটির জামা দেখে সেখানে দৌড়ে যায় এবং শিশুটি কে পুকুরের পানি থেকে উপরে উঠে নিয়ে আসেন। শিশু বাচ্চাটি কোন নড়াচড়া না করায় তিনি জোড়ে চিৎকার দেন। তখন আশেপাশে থেকে লোকজন আসে এবং শিশু বাচ্চাটি কে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে মৃত্যু ঘোষণা করেন। বাচ্চাটির পিতা থানায় এসে লিখিত ভাবে উক্ত সংবাদ প্রদান করেন। তিনি তার মেয়ের মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলে জানান। ভূরুঙ্গামারী থানার এসআই মোঃ জয়নুল আবেদীন তার লিখিত আবেদন পেয়ে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান এবং মৃত আফিফা খাতুন (০২) এর সুরতহাল শেষে তার শরীরের কোথাও কোন অপরাধের চিহ্ন না থাকায় এবং তার মৃত্যুর জন্য কারো প্রতি কোন অভিযোগ নেই মর্মে লিখিত আবেদন এর প্রেক্ষিতে মৃত আফিফা খাতুন কে বিনা ময়না তদন্তে লাশ দাফনের জন্য তার আত্মীয় স্বজনদের নিকট হস্তান্তর করেন। এই বিষয়ে ভূরুঙ্গামারী থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং ৩০, তাং ০৭/১২/২০২০ ইং।