মো: নাজমুল হুদা মানিক \ জঙ্গীবাদ ও মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ এর পক্ষ থেকে ৯ই ডিসেম্বর বিকাল ৩টায় ময়মনসিংহের রেলওয়ে কৃষ্ণচুড়া চত্বরে প্রতিবাদী সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে। প্রতিবাদী সমাবেশ ও বিক্ষোভ মিছিল সফল করতে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মো: মোয়াজ্জেম হোসেন বাবুল এর সভাপতিত্বে ৮ ডিসেম্বর দুপুর ১২টায় নগরীর টাউনহল প্রাঙ্গনে জেলা আওয়ামীলীগ এর সাথে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক এম এ কুদ্দুছ, শওকত জাহান মুকুল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: আবুল কালাম রাসেল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আলহাজ্ব রেজাউল হাসান বাবু, আওয়ামীলীগ নেতা প্রদীপ ভৌমিক, জেলা শ্রমিকলীগ নেতা মো: রাকিবুল ইসলাম শাহীন, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শাহ শওকত ওসমান লিটন, মহানগর কৃষকলীগের সভাপতি এবিসিদ্দিক, সাধারন সম্পাদক মো: আবুল হাশেম রায়হান, সহসভাপতি ইঞ্জিনিয়ার ফিজার তালুকদার, জেলা তাতীলীগের সভাপতি জুয়েল, সাধারন সম্পাদক শেখ আমানুল ইসলাম জলিল, মৎস্যজীবিলীগের আহবায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা যুবলীগের সদস্য আনোয়ার জাহান শরীফ, মঞ্জুর কাদের, তানভীর সিদ্দিকী, মানিকুজ্জামান মানিক, গোলাম মেহেদী, বঙ্গবন্ধু শিশু একাডেমী ময়মনসিংহ জেলা শাখার সাধারন সম্পাদক কবি শরিফুল ইসলাম সরকার, সদর উপজেলা শাখার সভাপতি শেখ মো: আব্দুল হাই, ছাত্রলীগের নেতা সুজন উপস্থিত ছিলেন।
সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামীলীগ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আলহাজ্ব জহিরুল হক খোকা। ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত ৯ তারিখ বুধবার বিকাল ৩ টায় প্রতিবাদী সমাবেশ ও বিক্ষোভ মিছিলে মুক্তিযুদ্ধের সপক্ষের সকল জনতা কে যথাসময়ে যোগদানের জন্য বাংলাদেশ আওয়ামীলীগ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল আহ্বান জানিয়েছেন।