এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: বাংলাদেশ পুলিশকে জনমুখী ও জনবান্ধব হিসেবে গড়ে তোলা এবং বিদ্যমান জনবলের সবোর্চ্চ ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে পুলিশের কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে দিনাজপুরের খানসামায় বিট পুলিশিং কার্যক্রম বিষয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ডিসেম্বর) সকালে উপজেলার পাকেরহাট গরুহাটি এলাকায় ৩নং আঙ্গারপাড়া ইউনিয়ন বিট পুলিশিং-এর আয়োজনে ঘন্টা ব্যাপী উঠান বৈঠক হয়। এসময় আঙ্গারপাড়া ইউনিয়ন বিট পুলিশিং কর্মকতার্ এস আই মোতাহারুল ইসলাম নারী ও শিশু নির্যাতনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেতনতা মূলক বক্তব্য প্রদান করেন।
এবিষয়ে ওসি শেখ কামাল হোসেন জানান, আইজিপি ড.বেনজীর আহমেদ এর নির্দেশনায় ও পুলিশ সুপার আনোয়ার হোসেনের পরামর্শে ৬টি ইউনিয়নে বিট পুলিশিং-এর আয়োজনে যেকোনো অপরাধ দমন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনগণকে সম্পৃক্ত করতে নিয়মিত উঠান বৈঠক, নারী ও শিশু নির্যাতন বিরোধী সভা করা হচ্ছে।