ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে চলাচলের রাস্তা পাকাকরণের দাবীতে মানববন্ধন করেছে শতাধিক নারী-পুরুষ। বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলার সোনাইকাজী গ্রামে এ মান্ববন্ধন অনুষ্ঠিত হয় ।
মানববন্ধনকারীরা জানান, সোনাইকাজী এলাকার মরহুম নজীর চেয়ারম্যানের বাড়ী থেকে আবু মুসার বাড়ী হয়ে মিন্টু মেম্বারের বাড়ী পর্যন্ত ৬৫০ মিটার রাস্তা দিয়ে গ্রামের তিন সহস্রাধিক লোকজন যাতায়ত করে। প্রতিবছর বর্ষাকালে সীমাহীন কাদা ও পানি মাড়িয়ে চলাচল করে গ্রামের লোকজন। এ বছরের বন্যায় রাস্তার দুই পাশের মাটি সরে গিয়ে চিকন হওয়ায় রিকসা, ভ্যানগাড়ী কিংবা অটোরিক্সা নিয়েও গ্রামে ঢোকা কষ্টকর হয়ে পড়েছে। তাই গ্রামে প্রবেশের একমাত্র রাস্তাটি দ্রুত সংস্কার বা পাকা করা প্রয়োজন। মানববন্ধনে গ্রামবাসীর পক্ষে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, আবু মুসা ও রাহিলা বেগম বক্তব্য রাখেন।
এ প্রসঙ্গে ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার বলেন, ওই এলাকার লোকজন দীর্ঘদিন থেকে রাস্তাটি পাকাকরণের দাবী জানিয়ে আসছে। উপজেলা প্রকৌশল অধিদপ্তরের সাথে কথা বলে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন