রংপুর প্রতিনিধি:
রংপুরের মিঠাপুকুর উপজেলার রানীপুকুর এলাকায় গলায় ফাঁস দিয়ে গাছে ঝুলন্ত থাকা অবস্থায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মিঠাপুকুর থানা পুলিশ। লাশের গায়ে আঘাতের কোনো চিহ্ন ছিল না। তবে এটি হত্যা না আত্মহত্যা তা এখনো স্পষ্ট হয়নি। গতকাল শুক্রবার সকালের দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে রানীপুকুর এলাকার হলারপাড়ে একটি গাছের ডালে গলায় মাফলারের ফাঁস দেওয়া এক যুবকের ঝুলন্ত লাশ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ এসে লাশ শনাক্ত করে। নিহত যুবক ময়েনপুর ইউনিয়নের জগদিশপুর গ্রামের নওশাদ আলীর ছেলে আবুল কালাম আজাদ (২৮)।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, বৃহস্পতিবার রাতে সে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। সকালে তার লাশ গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। গলায় মাফলার দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় গাছের ডালের সঙ্গে ঝুলন্ত ছিল। লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তবে এটি হত্যা না আত্মহত্যা তা তদন্ত ছাড়া বলা যাবে না। পরে লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে