মোঃ মনির হোসেন ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠিতে জেলা পুলিশের আয়োজনে পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার ফাহিহা ইয়াসমিন বলেন ত্রিশলক্ষ শহীদ, দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় ঘটে৷ গভীরভাবে শ্রদ্ধার সঙ্গে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করছি। সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি সকল বীর মুক্তিযোদ্ধাদের, যাদের অক্লান্ত ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের মাতৃভূমি৷
মহান বিজয় দিবস/২০২০ উপলক্ষে ঝালকাঠি জেলা পুলিশ কর্তৃক আয়োজিত “মহান মুক্তিযুদ্ধে বীরত্তপূর্ণ ভূমিকা এবং অপরিসীম অবদান রাখায় পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ হাবীবুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ), কাজী মোঃ ছোয়াইব, অতিরিক্ত পুলিশ সুপার, (সদর) এবং প্রশান্ত কুমার সেন, অতিরিক্ত পুলিশ সুপার,(সদর সার্কেল), সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।