মো: নাজমুল হুদা মানিক ॥ বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি এবং বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য মারুফা আক্তার পপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল ২৩ ডিসেম্বর ২০২০ বুধবার, সন্ধ্যা সাড়ে ৫ টাউন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এর সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিলে জেলা আওয়ামীলীগের সহসভাপতি অ্যাডভোকেট পীযুষ কান্তি সরকার, যুগ্ন সাধারন সম্পাদক এম এ কুদ্দুছ, শওকত জাহান মুকুল, সাংগঠনিক সম্পাদক ড. সামীউল আলম লিটন, দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাঈদ দীন ইসলাম ফকরুল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: মমিনুর রহমান জিন্নাহ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিরন চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর বাশান ভাষানী, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শাহ শওকত ওসমান লিটন, সদস্য আনোয়ার জাহান শরীফ, গোলাম মেহেদী হাসান, ইমরান জামান বাবু, যুবলীগ নেতা অ্য্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, জেলা কৃষকলীগের সহসভাপতি কামরুল ইসলাম, মহানগর কৃষকলীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার ফিজার তালুকদার, নুর আলী তালুকদার, জেলা মহিলা আওয়ামীলীগের সহসভাপতি নুরজাহান মিতু, নাহিদা ইকবাল, যুব মহিলালীগ নেত্রী মার্জিয়া সুলতানা হাসি, মাহমুদা হোসেন মলি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন