মোঃ মসলেম উদ্দিন, নাগেশ্বরী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে নাগেশ্বরীতে ‘ক’ শ্রেনীর ভূমিহীন ও গৃহহীনদের ঘর বরাদ্দের অংশ হিসাবে গৃহহীন আবুল কাশেম ঘর পেয়ে আনন্দে কেঁদে ফেললেন তার প্রতিবন্ধি ২পুত্র ও স্ত্রী সন্তানদেরকে নিয়ে র্দীঘ ৩০ বছর যাবত অন্যের যায়গায় হাসনাবাদের শ্রীপুর দক্ষিণ হাউরী টারী গ্রামের একটি ভাঙ্গা কুড়েঁ ঘরে বসবাস করে আসছিলেন। নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় ১ লক্ষ ৭০ হাজার টাকা ঘর নির্মান করার জন্য বরাদ্দ দেওয়া হয়। ঘর পেয়ে অসহায় আবুল কাশেম প্রধান মন্ত্রীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। ঘর পেয়ে আবুল কাশেম বলেন আমার থাকার ঘরের ব্যবস্থা করায় আমি খুব খুশি। এতে আমি আমার ২ প্রতিবন্ধি সন্তান ও স্ত্রীকে নিয়ে সুখে থাকতে পারবো। ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা হাফিজুল হক বলেন, অসহায় পরিবারটিকে সরকার ঘর বরাদ্দ দেওয়ায় মাননীয় প্রধান মন্ত্রীকে ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *