রাণীশংকৈল প্রতিনিতি ॥
ঠাকুরগাওয়ের রাণীশংকৈল কাতিহারে মোটরসাইকেল চুরির ঘটনায় মাদকসহ হাতে নাতে ধরা পড়ে কুখ্যাত আঃ রাজ্জাক। বৃহস্পতিবার সন্ধ্যার সময় কাতিহার বাজারে মোটরসাইকেল চুরি করার সময় জনতার হাতে ধরা পড়ে। জনতা পুলিশের হাতে তুলে দেয় তাকে। দেহ তল্লাশী করে তার কাছে মাদক পাওয়া যায় বলে পুলিশ জানায়। শুক্রবার সকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১)এর ৭(ক) ধারায় ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট খন্দকার মোঃ নাহিদ হাসান। তার বিরুদ্ধে আনিত মামলা নং ৪/১৬। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম নিশ্চিত করেছেন।