কুড়িগ্রাম প্রতিনিধি :
রংপুর বিভাগের বিভাগীয় লেখক সম্মাননা পেলন কুড়িগ্রামের উলিপুরের চারন কবি শাহ জামাল ।
সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ ও সাফল্য প্রকাশনীর আয়োজনে মঙ্গলবার রংপুরের ব্র্যাক লার্নিং সেন্টার মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত কবি-লেখকদের মিলন মেলায় প্রধান অতিথি বিশিষ্ট কবি এডভোকেট জাকিয়া তাবাসসুম জুঁই এম,পি কবির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন রংপুরর সিটি কর্পোরেশন মেয়র মোস্তফিজার রহমান মোস্তফা, দৈনিক দেশজগত পত্রিকার সম্পাদক, জাতীয় কবিতা মঞ্চ, ঢাকার সভাপতি কবি মাহমুদুল হাসান নিজামী, সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার, বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি জয়িতা কবি নাসরিন নাজ, লেখক,গবেষক রেজাউল করিম মুকুল, বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন প্রমুখ। অনুষ্ঠানে রংপুর বিভাগের আট জেলা সহ দেশের বিভিন্ন জেলা থেকে কবি-লেখকদেরকে সম্মাননা প্রদান করা হয়।