কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে ট্রাকের ধাক্কায় রাস্তার ধারের বৈদ্যুতিক খুটিসহ তিন দোকান ভেঙে দুমড়ে মুচড়ে ট্রাক দোকানের ভীতরে ডুকে গেছে ২৪ ডিসেম্বর গতকাল রাত দুইঘটিকায় রাজারহাটগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিংগারডাবড়ী বাজারের রাজারহাট টু তিস্তা মহাসড়কের দক্ষিণসারির হোসেন মেকার দোকান ও মন্ডল ঔষুধ ফার্মেসী দোকান ভেঙে ধুমড়ে মুচড়ে যায়। এতে দুটি দোকানের মালামাল ও ঘরসহ ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ট্রাকটি উদ্ধার করেছে।
ব্যবসায়ী হাসেন আলী জানান, আমার দোকানে থাকা ৩ লক্ষ টাকার মালামালের ক্ষতি হয়েছে আমি পথে বসে গেলাম। ঔষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলম মন্ডল বলেন, আমার দোকানের ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। দোকানঘর মালিক প্রবাসি মোস্তাফিজার রহমান জানান, ২৫ হাত ঘর ভেঙে চুরে ভস্মিতভূত হয়েছে যাহার সবমিলিয়ে ক্ষতির পরিমাণ ১০ লক্ষ টাকা।
রাজারহাট থানা অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকার জানান, খবর পেয়ে থানা পুলিশ ছয়ঘন্টা তৎপরতা চালিয়ে ট্রাকটি উদ্ধার করেছে এবং ট্রাকটি থানা হেফাজতে রয়েছে।