মারুফ সরকার ,বিনোদন প্রতিনিধি :
না ফেরার দেশে চলে গেছেন চিত্রনায়ক জায়েদ খানের বাবা এম এ হক। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় রাজধানী গ্রিন লাইফ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়ক জয় চৌধুরী।
তিনি জানান, দীর্ঘদিন ধরে নিউমোনিয়া এবং ক্যানসারে আক্রান্ত ছিলেন এম এ হক। গত চারদিন তিনি হাসপাতালের লাইফ সাপোর্টে ছিলেন। গতকাল তার অবস্থা অনেকটাই ভালো ছিল। মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটিতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। তারপর পিরোজপুরে নিয়ে যাওয়া হবে তার মরদেহ। পিরোজপুরে দুটি জানাজা শেষে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে।