স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ এর (বিজিবি) গুলিতে নিহত ভারতীয় চোরাকারবারী ডেভিড মোমেন এর লাশ হস্তান্তর করা হয়েছে।
বুধবার (৩০ ডিসেম্বর) রাত ১০ টার দিকে হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিএসএফ) ও ভারতীয় বাগমারা থানা পুলিশের নিকট নিহত চোরাকারবারির লাশ হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- বর্ডার গার্ড বাংলাদেশ ৩৯ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল মাহমুদ, ভারতীয় ৫৫ বিএসএফ এর অধিনায়ক কর্নেল কেএন ত্রিপাটি, ভারতের মেঘালয় রাজ্যের বাঘমারা থানার ওসি এসএ সাংমা, হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান, বিজিবি কোম্পানী কমান্ডার সারোয়ার হোসেন, বিজিবি গোবরাকুড়া ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মোঃ উমর ফারুক।
নিহত ভারতীয় চোরাকারবারি ডেভিড মোমেন এর লাশ ময়নাতদন্তের পর আইনগত পদক্ষেপ গ্রহণ শেষে গতকাল রাত ১০টার দিকে গোবরাকুড়া সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিএসএফ) ও ভারতীয় বাগমারা থানা পুলিশের নিকট নিহত চোরাকারবারির লাশ হস্তান্তর করা হয়।