মোঃ শামীম হোসেন,বিশেষ প্রতিনিধিঃ
যুবরাই লড়বে সবুজ পৃথিবী গড়বে।
“গ্রীণ ভয়েস” ভুরুঙ্গামারী উপজেলা শাখা পক্ষ থেকে আজ বিকাল ৪ ঘটিকায় ভুরুঙ্গামারীর নলেয়া,উত্তর চর,শর্শার পাড়ে ৫৮ টি পরিবারে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।শীত বস্ত্র বিতরণ করার সময় গ্রীণ ভয়েস কুড়িগ্রাম জেলা শাখার প্রচার সম্পাদক মোঃলিমন মিয়া ভুরুঙ্গামারী উপজেলা শাখার মোঃ শামীম হোসেন,মোঃ শামীম রানা সহ রিপন,জিয়াউর, তামিম ইকবাল, শাহাজালাল এবং স্থানীয় মুরুব্বি সমাজ শিক্ষক জাহিদ হাসান উপস্থিত ছিলেন।