মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সদস্য সচিব সাংবাদিক মাওলানা শেখ মতিউর রহমান জাতীয় দৈনিক সন্ধাবানীর মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসাবে সু-নামের সহিত দায়িত্ব পালন করলে সম্প্রতি তিনি মৌলভীবাজার ব্যুরোচীপ এর দায়িত্ব পেলেন। দৈনিক সন্ধাবানীর নির্বাহী সম্পাদক সামছুল হক স্বাক্ষরিত এক নিয়োগ পত্রের মাধ্যমে তাকে এ দায়িত্ব দেয়া হয়। দীর্ঘদিন থেকে তিনি সমাজ সেবা মৃলক বিভিন্ন উন্নয়ন মৃলক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছেন। সাংবাদিকতার পাশাপাশি একজন প্রতিষ্টিত ব্যবসায়ী হিসাবেও সুনাম রয়েছে। তিনি সুশাসনের জন্য নাগরিক-সুজন এর কুলাউড়া উপজেলা সভাপতি, ও জেলা সহ-সাধারণ সম্পাদক, জাতিসংঘ তালিকাভূক্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশন এর মৌলভীবাজার জেলা সাধারন সম্পাদক সহ একাধিক সংগঠনের গুরুত্বপৃর্ন দায়িত্ব পালন করছেন। মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সদস্য সচিব সাংবাদিক শেখ মতিউর রহমানকে মৌলভীবাজার ব্যুরোচীপ এর দায়িত প্রদান করায় দৈনিক সন্ধাবানীর নির্বাহী সম্পাদকসহ পত্রিকা সংশ্লিষ্ট সকলকে ধন্য জানিয়েছেন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দরা।