নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে যমুনা সংস্থার উদ্যোগে আজ ৪ জানুয়ারী চরাঞ্চলে হত দরিদ্র কর্মহীন মহিলা ও পুরুষ সদস্যদের  মাঝে সুদমুক্ত ঋন প্রদান করা করা হয়েছে। সংস্থাটি স্থানীয় দরীদ্র মানুষের কর্মসৃজন বেকারত্ব দুর করনের জন্য নিজস্ব অর্থায়নে সুদমুক্ত সহজ কিস্তিতে ঋন প্রদান করছে। এ সময় উপস্থিত ছিলেন যমুনা সংস্থার পরিচালক নওয়াব আলী সরকার নবাব, ম্যানেজার আল্পনা খাতুন, সুপারভাইজার বুলবুলি খাতুন,ক্যাশিয়ার তাছলিমা খাতুন, মাঠ কর্মী রুহুল আমিন সহ অত্র সংস্থার সদস্যবৃন্দ। সদস্য চায়না খাতুন বলেন যমুনা সংস্থার মাধ্যমে সুদমুক্ত ঋন নিয়ে সংসারের কাজে লাগিয়ে উন্নতি করার চেষ্টা করব। এছাড়াও আব্দুস ছালাম বলেন যমুনা সংস্থার উদ্যোগে সুদ মুক্ত ঋন নিয়ে আমরা উপকৃত হব। পরিচালক নওয়াব আলী সরকার নবাব বলেন আমাদের সংস্থার মাধ্যমে স্থানীয় বেকার কিছু লোকের কর্মসংস্থান হয়েছে। এ ছাড়াও সংস্থার সদস্য ভর্তিকার্যক্রম চলমান আছে এবং পর্যায়ক্রমে সদস্য আরও বৃদ্ধি করা হবে,  সেই সাথে হতদরিদ্রদের কে চিহ্নিত করে সুদ মুক্ত ঋন দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন