উচহ্লা মারমা
বান্দরবান প্রতিনিধি:

পার্বত‍্য বান্দরবানের লামা’য় ফাইতং ইউনিয়ন পরিষদের হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিডি চাউল দুই বছর মেয়াদী বিতরণ ও আলোচনা সভা পরিষদ কক্ষে অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ৫ই জানুয়ারী সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কতৃক ভিজিডি কার্ড, ২০২০/২০২১ইং সালে অর্থ বছরের মাসিক বরাদ্দ খাদ্য শস্য ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বাবু বীর বাহাদুর উশৈসিং এমপি সহযোগিতা পাওয়া ভিজিডি চাউল বিতরণ করা হয়। প্রতি কার্ডে ৩০ কেজি করে, ইউনিয়নের ৩৩৫ হতদরিদ্র অসহায় পরিবারের মহিলাকে মাসিক চাউল বিতরণ করা হয়। উপকারভোগী মহিলারা হলেন ফাইতং ইউনিয়নে ১ থেকে ৯ নং ওয়ার্ডে হতদরিদ্র অসহায় পরিবারের মহিলাগণ ।

বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,০৭নং ফাইতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জালাল উদ্দীন কোম্পানি, বিশেষ অতিথি প্যানেল চেয়ারম্যান ও ০৫নং ওয়ার্ডের ইউপি সদস‍্য মুহাম্মদ জুবাইরুল ইসলাম (জুবাইর), ০৬নং ওয়ার্ডে ইউপি সদস‍্য ও এড প‍্যানেল চেয়ারম্যান মোহাম্মদ শহিদুল্লাহ মিন্টু,৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য শাহেদা ইয়াসমিন শাহেদা ইউপি সদস্য মহিলা ফাতেমা বেগম ও সকল ইউপি সদস্য গ্রামা পুলিশ বৃন্দ ভিজিডি চাউল নেওয়া মহিলাগণ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
০৭নং ফাইতং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জালাল উদ্দীন কোম্পানি বলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পার্বত‍্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আন্তরিকতায় আমার ইউনিয়নে হতদরিদ্র অসহায় ও গরীব পরিবারগুলো মাঝে মাসিক ভিজিএফ চাউল কার্ড পেয়ে অনেক খুশি একজন অসহায় মহিলা পাবে প্রতি মাসে ৩০ কেজি দুইবছর চাউল। আবার দুইবছর পরে আরো যারা হতদরিদ্র মহিলা রয়েছে তারা পারে, তাদের কথা বিবেচনা করে মাসিক নতুন কার্ড করে দেওয়া হবে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জালাল উদ্দীন, জুবাইরুল ইসলাম, শহিদুল্লাহ মিন্টু, শাহেদা ইয়াসমিন ফাতেমা বেগম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন