নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় ইলিয়াছ আলী (৩০) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, বুধবার সকালে লালপুর উপজেলার সালামপুর আখ সেন্টার মোড় এলাকায় একটি পাওয়ার ট্রলি সাইকেল আরোহী ইলিয়াছ আলীকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হানপাতালে নেয়ার পথে ইলিয়াছের মৃত্যু হয়।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।