ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয়তাবাদী যুবদলের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। ৮জানুয়ারী (শুক্রবার)বিকেল ৫টায় ভূরুঙ্গামারী টেকনিক্যাল কলেজ মাঠে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী যুবদলের কুড়িগ্রাম জেলা সভাপতি রায়হান কবির এর সভাপতিত্বে প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রুহুল আমিন আকিল, উদ্বোধক ছিলেন চৌধুরী মোঃ মহেবু্লাহ আবু নূর, সহ-সভাপতি রংপুর বিভাগীয় যুবদল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে রেজা পাহলভি মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক, যুবদল কেন্দ্রীয় কমিটি,নাজমুল আলম নাজু, সহ-সাধারণ সম্পাদক(রংপুর বিভাগ)যুবদল কেন্দ্রীয় কমিটি, ইমরান হোসেন মানিক, সহ-সাংগঠনিক সম্পাদক,যুবদল কেন্দ্রীয় কমিটি, মাহফুজ-উন-নবী ডন, সহ-সাংগঠনিক সম্পাদক(রংপুর বিভাগ) যুবদল কেন্দ্রীয় কমিটি। জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহম্মেদ এর সঞ্চালনায় উপজেলা যুবদলের নেতৃবৃন্দসহ উপজেলার ১০টি ইউনিয়নের ৯০টি ওয়াডের্র প্রায় সহস্রাধিক নেতা কর্মী প্রতিনিধি সভায় অংশ গ্রহন করে।
এছাড়াও উপজেলা বিএনপি, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতা কর্মী উক্ত প্রতিনিধি সভায় অংশ গ্রহন করে।