ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাইতুস সালাম হিফজুল কুরআন একাডেমির হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষ্য ৫ম বার্ষিক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
শনিবার বাদ এশা ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে পাগড়ী প্রদান অনুষ্ঠানে মাদ্রাসার দুইজন হাফেজ ছাত্রকে পাগড়ী প্রদান করা হয়।
আলোচনা সভায় শিল্পপতি আব্দুল ওয়াহেদ আলীর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে ছিলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা হাফেজ মোঃ আলতাফ হোসেন, দ্বিতীয় আলোচক কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার প্রভাষক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা ড. শাহজালাল।
এসময় ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমির আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক ছমির আলী, অত্র মাদ্রাসার পরিচালক জোবায়ের হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।