এস.এম হোসাইন আছাদ, জামালপুর ॥
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে গ্রেপ্তারি পরোনা জারির প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পৌর ছাত্রদল। মঙ্গলবার বেলা ১২টার দিকে সফি মিয়ার বাজার মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এর আগে তারেক রহমানের গ্রেপ্তারি পরোনা জারির প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতৃবৃন্দ। মিছিলটি শহরের ফিসারী মোড় থেকে বের হয়ে বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামালপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা ছাত্রদলের সভাপতি সোহেল রানা খান, যুগ্মসাধারণ সম্পাদক আতিকুর রহমান সুমিল, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম সুমন, পৌর ছাত্রদলের সদস্য সচিব শামীম হোসেন, সাবেক সভাপতি ইমরান কায়সার, ছাত্রদল নেতা জাকির হোসেন জনি ও সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ। বক্তারা তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করায় তীব্র নিন্দা এবং অবিলম্বে গ্রেপ্তারি পরোনা জারি প্রত্যাহারের দাবি জানান।