ভ্থরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারীর জয়মনিরহাটে একটি ট্রান্সফরমারে যান্ত্রিক ত্রুটির কারনে ৭ টি বাড়ি বিদ্যুতায়িত হয়েছে। এঘটনায় এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু ঘটেছে।
মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার জয়মনিরহাটে বড় খাটামারী গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। জানাগেছে, রাত ১টার সময় শর্ট সার্কিটের মাধ্যমে একটি ট্রান্সফরমারে আগুন লাগে এবং ট্রান্সফরমারের সাথে সংযুক্ত ৭টি বাড়ি বিদ্যুতায়িত হয়। এসময় মর্জিনা নামক এক মহিলার বাড়িতে আগুন লাগে। ঐসময় চিৎকার শুনে বৃদ্ধ জয়েন উদ্দিন মন্ডল (৬০) ঘর থেকে বেড়ানোর সময় ঘরের টিনের বেড়া স্পর্শ করলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তার মৃত্যু ঘটে।
পল্লী বিদ্যুতের ডিজিএম কাওছার আলী জানান, শর্ট সার্কিটের মাধ্যমে এলাকাটি বিদ্যুতায়িত হওয়ায় মৃত্যুর ঘটনা ঘটেছে।
ওসি আতিয়ার রহমান জানান, এব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।