মোরশেদ মন্ডল সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে রাষ্ট্রীয় মর্যাদায় সাপাহার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রফিক উদ্দীনের দাফনকার্য সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে মরহুমের নিজ গ্রাম উপজেলার আইহাই গ্রামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহরাব হোসেনের নের্তৃত্বে নওগাঁ জেলা পুলিশের একটি চৌকষ দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। রাষ্ট্রীয় সম্মান শেষে তার মৃতদেহকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানা গেছে, অসুস্থতাজনিত কারণে মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলা সদরের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য যে, মরহুমের প্রথম জানাযা বেলা ১১ টায় সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।