আশানুর আশা,আন্তর্জাতিক ডেস্কঃ
পাকিস্তানের চক্রান্ত রুখে দিল ভারত! কাশ্মীর সীমান্তে গোপন সুড়ঙ্গের সন্ধান বিএসএফের।
আবারও জম্মু ও কাশ্মীর সীমান্ত দিয়ে পাক জঙ্গিদের অনুপ্রবেশের ছক ফাঁস হল। বুধবার কেন্দ্রশাসিত অঞ্চলের সাম্বা সেক্টরে গোপন সুড়ঙ্গের সন্ধান পেল বিএসএফ। এর আগে নভেম্বর মাসেও এমনই সুড়ঙ্গের সন্ধান পাওয়া গিয়েছিল। সেবারের মতো এই সুড়ঙ্গটিও রীতিমতো পেশাদার দক্ষতায় বানানো।
বিএসএফের এক প্রবীণ আধিকারিক জানিয়েছেন, সীমান্তের ‘জিরো লাইন’ থেকে প্রায় ৩০০ ফুট দূরত্বে সুড়ঙ্গটির মুখ রয়েছে। ভারতীয় সীমান্ত থেকে যার দূরত্ব মাত্র ৬৫ ফুট। মাটি থেকে ২৫-৩০ ফুট গভীরে ৩ ফুট চওড়া সুড়ঙ্গটি। গোপন পথটির মুখ চাপা দেওয়া হয়েছিল যে সব বস্তা দিয়ে, তাতে ‘মেড ইন পাকিস্তান’ লেখা। এক বিএসএফ অফিসারের কথায়, ‘‘গতবারের সুড়ঙ্গটির কথাও মাথায় রেখে আমরা বলতেই পারি, এভাবেই জঙ্গিদের এদেশে পাঠানোর নয়া ছক কষছে পাক সেনা।
এর জন্য স্পেশ্যাল টিম তৈরি করেছে ওরা