এ,জি লাভলু,
আগামীকাল অনুষ্ঠিতব্য নাগেশ্বরী পৌরসভা নির্বাচন উপলক্ষে মোতায়েনকৃত অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে ব্রিফিং প্রদান করেন পুলিশ সুপার কুড়িগ্রাম, জনাব সৈয়দা জান্নাত আরা।
নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবার লক্ষে সংশ্লিষ্ট এলাকায় নিয়োজিত সকল পুলিশ অফিসার-ফোর্স ও সকল আনসার সদস্য ও ডিউটিতে নিয়োজিত সকলের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় তিনি করোনা পরিস্থিতিতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে এবং তীব্র শীতে নিজের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে ডিউটি করার জন্য নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও উক্ত নির্বাচনকে কেউ প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুসিয়ারি দেন তিনি।
অনুষ্ঠিত ব্রিফিং এ আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব উৎপল কুমার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব কল্লোল কুমার দত্ত ও জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।