beton

রংপুর অফিস॥
৮ম বেতন স্কেলে সৃষ্ট চরম বেতন বৈষম্য নিরসনের দাবীতে রংপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) জেলা শাখা নেতৃবৃন্দ মৌন মিছিল ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছে। বৃহস্পতিবাররংপুর মহানগরীর জেলা পরিষদ (ডাক বাংলা) থেকে আইডিইবি রংপুর জেলার উদ্যোগে মৌন মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এরপর তাদের বিভিন্ন দাবী সম্বলিত একটি স্মারকলিপি রংপুর জেলা প্রশাসক রাহাত আনোয়ারের মাধ্যে প্রধানমন্ত্রী বরাবর পেশ করেন। আইডিইবি এর নেতৃবৃন্দ স্মারকলিপিতে উপ-সহকারী প্রকৌশলীদের সমমানের পদের ডিপ্লোমা প্রকৌশলীদের পূর্বের ন্যায় স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান, ২ টি স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান, টাইমবার পদোন্নতি প্রথা চালু করে পদোন্নতি, সমন্বিত বেতন স্কেল প্রদানের নির্দেশনাদানসহ বিভিন্ন দাবী সম্বলিত স্মারকলিপি পেশ করেন। এসময় উপস্থিত ছিলেন আইডিইবি এর কেন্দ্রীয় কমিটির সভাপতি একেএম এ হামিদ, রংপুর অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ফজলার রহমান, সাধারন সম্পাদক শামসুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *