মারুফ সরকার ,বিনোদন প্রতিনিধি :
বর্তমান সমাজে সৎ, নীতি ও আদর্শবান এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন লোকদের যেমন কোন ভ্যালু নেই। অন্যদিকে বিশেষ ক্ষমতায় ক্ষমতাবান লোকদের সমাজের মানুষের কাছে কোন গ্রহণযোগ্যতা থাকুক আর না থাকুক তাদের কিন্তু একটা ফেইস ভ্যালু ঠিকই আছে। তারা এই ফেইস ভ্যালুর প্রভাব খাটিয়ে সব কিছু হাসিল করছে। এমনই গল্পে নির্মিত হয়েছে একক নাটক ‘ভাইয়ের ফেইস ভ্যালু’।
এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর, মাকনুন সুলতানা মাহিমা, এস কে রতন, ফজলে রাব্বী প্রমুখ। মিজানুর রহমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা এস, আই, সোহেল। তিনি জানান, আগামী শনিবার (৩০ জানুয়ারি) চ্যানেল নাইনে রাত ৯টায় নাটকটি প্রচারিত হবে। আশা নয় বিশ্বাস দর্শকের নাটকটি পছন্দ হবে।