স্টাফ রিপোর্টার,পাবনা
২৪/০১/২০২১ তারিখ পাবনা জেলা পুলিশ লাইন্সে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অতিরিক্ত পুলিশ সুপার, সহকারি পুলিশ সুপার সহ বিভিন্ন পদ মর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
কল্যানসভা চলাকালীন বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপুর্ণ অবদানের জন্য বিভিন্ন পুলিশ সদস্যদের পুরষ্কৃত করা হয়। এছাড়া অবসোরত্তর ছুটিতে গমনকারী ছয়জন পুলিশ সদস্যকে বিদায়ী স্মারক প্রদান করা হয়।
পরবর্তীতে কল্যানসভা শেষে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল, মামলার রহস্য উদঘাটন বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খাঁন বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।