উচহ্লা মারমা
বান্দরবান প্রতিনিধি।
বান্দরবান পৌরসভার নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে আসন্ন আগামী ১৪ই ফেব্রুয়ারি বান্দরবান সদর পৌরসভা নির্বাচন অংশগ্রহণ নেওয়া জেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনে ৪ বিদ্রোহী নেতা বহিষ্কার করা হয়েছে।
গত বুধবার (২৮ জানুয়ারি ) বান্দরবান জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সংবাদ সম্মেলনের এ সিদ্ধান্তের কথা জানান, বান্দরবান পৌর নির্বাচন পরিচালনা কমিটি ২০২১ এর আহবায়ক অমল কান্তি দাশ। সংবাদ সম্মেলনে এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র ইসলাম বেবী,সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, উপজেলা পরিষদে চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ক্যসাপ্রু, সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ুয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামশুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর সহ জেলা যুবলীগের আহবায়ক কেলুমং।
পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করা বিদ্রোহী কাউন্সিল প্রার্থী। বহিষ্কৃত নেতারা হলেন, বান্দরবান জেলা যুবলীগের আবুল কাশেম ১নং ওয়ার্ড, শ্রমিকলীগের মরহম আলী ৩নং ওয়ার্ডের, কৃষকলীগে হারুন গাজী ৭নং ওয়ার্ডের ও মহিলা আওয়ামী লীগে সালেহা বেগম ৪,৫,৬ কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর প্রার্থীগণ।
সংবাদ সম্মেলনে আরো জানান : যাদেরকে বহিষ্কার করা হয়েছে তাহারা দলীয় সিদ্ধান্ত বহি:ভুক্ত কাজ করা ও নিয়ম ভঙ্গ করা কারণে বহিষ্কার করা হয়েছে বলে জানান।