এস.এম হোসাইন আছাদ, জামালপুর ॥
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান সরকার মাসুমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শরিফপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের শীতলকুর্শা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভার আয়োজন করে স্থানীয় এলাকাবাসী। শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা রুস্তম আলী সরকারের সভাপতিত্বে ও শরিফপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডাঃ মো. মোরাদুজ্জামান মুরাদের সঞ্চালনায় মতবিনিময় সভায় এলাকাবাসীর পক্ষে বয়বৃদ্ধ দানেজ আলী মন্ডল, ডাঃ মো. আহসান হাবিব, মো. আলাউদ্দিন আল আজাদ, সমাজ সেবক ফরহাদ মহুরী, শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুর রাজ্জাক, মিজানুর রহমান দুলাল, ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. মীর কাশেম, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম ও শরিফপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্মআহ্বায়ক মফিজুল ইসলাম বাবু প্রমুখ বক্তব্য রাখেন। মতবিনিময়কালে চেয়ারম্যান প্রার্থী মাসুম সকলের দোয়া ও সহযোগীতা চেয়ে বলেন- আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদেরই সন্তান। আমি দলীয় মনোনয়ন পেয়ে যদি চেয়ারম্যান নির্বাচিত হতে পারি তবে ইউনিয়নের সকল নাগরিক সুবিধা নিশ্চিত করণের লক্ষ্যেই কাজ করবো ইনশাআল্লাহ। মতবিনিময় সভায় উপস্থিত ব্যক্তিবর্গ এই তরুণ সমাজসেবক যুবলীগ নেতা চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান সরকার মাসুমকে সমর্থণ জানান। এসময় শরিফপুর ইউনিয়নের অন্তর্গত ২নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।