আশানুর আশা,আন্তর্জাতিক প্রতিবেদকঃ
নেপাল ও ভুটানের সঙ্গে যোগাযোগ বাড়াতে ভারতের কাছ থেকে ভূমি ও রেললাইন এবং স্থলবন্দর ব্যবহারের সুযোগ চেয়েছে বাংলাদেশ।
দিল্লিতে দু-দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে শুক্রবার ভারতের কাছে এ প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। খবর বিবিসির।
২০১৬ সালে বাংলাদেশ-ভারত-নেপাল-ভুটান আন্তঃদেশীয় রেল যোগাযোগ স্থাপনে একমত হয়েছিল। আর এবার এ রেললাইন স্থাপনে ঢাকা দিল্লির কাছে নতুন করে ভূমি, রেললাইন ও স্থলবন্দর ব্যবহার করার অনুমতি চাইল।
নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে অনুষ্ঠিত ওই পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকটি ছিল মূলত আগামী মার্চে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের প্রস্তুতি নিয়ে।
তবে বৈঠকের যে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়, তাতে দেখা যাচ্ছে আরও কিছু বিষয়ও আলোচনা হয়েছে সেখানে