এস.এম হোসাইন আছাদ, জামালপুর ॥
আসন্ন জামালপুর পৌরসভা নির্বাচনে ৪নং ওয়ার্ডে শহর বিএনপির যুগ্মআহ্বায়ক ও সাবেক ছাত্রদল নেতা জাকির হোসেন জনিকে কাউন্সিলর প্রার্থী মনোনিত করেছেন জেলা বিএনপি। জানা গেছে- গত শুক্রবার রাতে জাকির হোসেন জনিকে বিএনপির মনোনিত ৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হিসেবে ঘোষণা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনসহ বিএনপির নেতৃবৃন্দ।
সাবেক ছাত্রনেতা জনি এ প্রতিনিধিকে বলেন- শুরুতেই আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি আমার নেতা জামালপুর বিএনপির অভিভাবক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন ভাইসহ বিএনপির সকল নেতৃবৃন্দকে। আমাকে ৪নং ওয়ার্ডে বিএনপির মনোনিত কাউন্সিলর প্রার্থী করায়। দল ও আমার ওয়ার্ডবাসীর ভালোবাসাসহ সার্বিক সহযোগীতায় যদি আমি কাউন্সিলর নির্বাচিত হই, তবে আমার মূল লক্ষ্যই হবে ৪নং ওয়ার্ডবাসীর সেবা করা। সেই সাথে ওয়ার্ডবাসীর সকল নাগরিক সুবিধা নিশ্চিত করণের লক্ষ্যে কাজ করে যাওয়া। তিনি আসন্ন জামালপুর পৌরসভা নির্বাচনে ৪নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে বিজয়ী হতে ওয়ার্ডবাসীসহ সকলের কাছে দোয়া কামনা করেছেন।