ঝালকাঠি প্রতিনিধি :মুজিববর্ষের অাহবান দক্ষ হয়ে বিদেশ যান এই স্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে নিরাপদ অভিবাসন দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে । বুধবার সকাল ১০ টায় সরকারি কারিগরি প্রশিক্ষন কেন্দ্র (টিটিসি) হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর অালি। বিশেষ অতিথি ছিলেন জনশক্তি ও কর্মসংস্থান অফিস বরিশালের সহকারী পরিচালক একেএম সাহাবুদ্দিন ও টিঅাইবি সচেতন নাগরিক কমিটির সভাপতি হেমায়েত উদ্দিন হিমু। প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি কারিগরি প্রশিক্ষন কেন্দ্র (টিটিসি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ অাবুল বাসার অাল মামুন। ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহারের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন সহকারী পরিচালক জেলা জনশক্তি কর্মসংস্থান অফিস বরিশাল এ.কে এম সাহাবুদ্দিন অাহম্মেদ, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি হেমায়েত উদ্দিন হিমু, বাসন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোবারক হোসেন মল্লিক, নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক অাকন্দ,ঝালকাঠি সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিলরতন দত্ত, ঝালকাঠি ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এর অধ্যক্ষ মো. অাব্দুর রশিদ চোকদার। অন্যান্যের মধ্যে ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অাককাস সিকদার, সহসভাপতি মানিক রায়, সহসাধারণ সম্পাদক কেএম সবুজ, ক্রীড়া সম্পাদক অলোক সাহা, প্রেসক্লাব সদস্য সাংবাদিক দিবস তালুকদার, মো. রাজু খান উপস্থিত ছিলেন।