ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে রাতের অন্ধকারে বাউন্ডারির টিনের বেড়া ভেঙ্গে মুক্তিযোদ্ধার বসতবাড়ীতে আগুন ধরিয়ে দিয়েছে দুবর্ৃত্তরা। ভয়াবহ আগুন থেকে অসুস্থ্য মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন ও তার স্ত্রী গোলাপী বেগম অল্পের জন্য জীবনে রক্ষা পেয়েছেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনাটি ঘটে উপজেলার পুর্ব-ফুলমতি গ্রামের বালারহাট বাজার সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে।
জানা যায়,উপজেলার পুর্ব ফুলমতি গ্রামের মৃত বাছের উদ্দিন ব্যাপারীর ছেলে মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন (৭০) তার বসতবাড়ী সংলগ্ন ২৭ শতক জমি প্রায় পঞ্চাশ বছর ধরে ভোগদখল করে আসছেন। তিনি ওই জমিতে সুপারীর চারা লাগিয়ে টিনের বেড়া দিয়ে ঘিরে পরিচর্যা করছেন। ওই এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে রয়েল (৪৫) রুবেল (৪০) এবং মুন্না (৩০)সহ ২০/২৫ জনের একটি দুবর্ৃত্তের দল বৃহস্পতিবার রাতের অন্ধকারে জমিটি দখলের উদ্দেশ্যে টিনের বেড়া ভেঙ্গে জমি দখলের চেষ্টাসহ বসতবাড়ীর রান্নাঘরে আগুন ধরিয়ে দেয়। পরে মুক্তিযোদ্ধার পরিবারের পক্ষ থেকে ৯৯৯ এ ফোন করে পুলিশের সহায়তা চাইলে ফুলবাড়ী থানার এস আই মোঃ আশিকুর রহমান পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে দুবর্ৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনে।
মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের স্ত্রী গোলাপী বেগম জানান, তারা আমাদের হত্যা করার উদ্দেশ্যে বাড়ীতে আগুন ধরিয়ে দিয়েছে।
মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন জানান, পৈত্রিক সুত্রে জমিটি আমার। এইটা আমার বাড়ী সংলগ্ন। আমি জমিতে সুপারীসহ বিভিন্ন গাছ লাগিয়েছি। তারা জমিটি দখলে ব্যর্থ হয়ে রাতের অন্ধকারে বাড়ীতে আগুন ধরিয়ে দিয়েছে। আমরা অল্পের জন্য আগুন থেকে জীবনে রক্ষা পাই।
অগ্নিকান্ডের ঘটনায় রুবেলকে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, বাড়ীতে আসেন কথা হবে। এর বেশী কিছু তিনি বলেন নাই।
ফুলবাড়ী থানার এস আই আশিকুর রহমান জানান, ঘটনাস্থলে উপস্থিত হলেই দৃবর্ৃত্তরা পালিয়ে যায়। আমরা আগুন দেখতে পেয়েছি। পরে তাদের উদ্ধার করে বাড়ী রেখে চলে এসেছি।
 
    
 
       
 
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *