আশানুর আশা,সিনিয়র স্টাফ রিপোর্টার
বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত এই মুহূর্তে ব্যস্ত তাঁর আগামী ছবি ‘ধাকড়’-এর শুটিংয়ে। তারই ঝলক দেখা গেল সামাজিক যোগাযোগমাধ্যমে। কঙ্গনা তাঁর এই ছবির শুটিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। পাশাপাশি এই বলিউড তারকা জানিয়েছেন, নির্মাতারা এই ছবির জন্য কোটি কোটি রুপি খরচ করছেন।
কঙ্গনা রনৌতের ‘ধাকড়’ ছবিটি ঘিরে প্রায়ই নতুন নতুন খবর উঠে আসছে। এবার ছবিটিকে নিয়ে নতুন খবর জানালেন কঙ্গনা। এই বলিউড অভিনেত্রী গতকাল শুক্রবার তাঁর টুইটারে ‘ধাকড়’-এর শুটিং নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে একটি অ্যাকশন দৃশ্য শুট করতে দেখা গেছে। কঙ্গনা সেই ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘আমি এমন কোনো পরিচালক দেখিনি, যিনি মহড়ার জন্য এত সময় আর গুরুত্ব দেন। আগামীকাল রাত থেকে সবচেয়ে বড় অ্যাকশন দৃশ্য শুট করা হবে। তার প্রস্তুতি দেখে আমি হতবাক হয়ে গেছি। আমি অনেক কিছু শেখার সুযোগ পাচ্ছি। ২৫ কোটি রুপির ( বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ কোটি টাকা) বেশি শুধু একটা অ্যাকশন দৃশ্যের জন্যই খরচ করা হচ্ছে।