স্টাফ রিপোর্টারঃ
তথ্য প্রযুক্তির সহায়তায় বিকাশের টাকা উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দিল ভুরুঙ্গামারী থানা পুলিশ।
জানাগেছে উপজেলার ছিটপাইকেরছড়া গ্রামের জনৈক আবুল হোসেনের পুত্র শাহ আলম নিজের ব্যক্তিগত বিকাশ নম্বর থেকে ভুলবশতঃ ভুল নম্বরে টাকা পাঠায়। এদিক ঐ ভুল নম্বরে যোগাযোগ করলে ঐ ব্যক্তি মোবাইল নম্বরটি বন্ধ রাখে এবং টাকা দিতে অস্বীকার করে। নিরুপায় হয়ে শাহ আলম টাকা উদ্ধারের জন্য গত ৫ ফেব্রুয়ারী ভুরুঙ্গামারী থানায় একটি সাধারণ ডায়েরি করে যার নং ২০৫। ভুরুঙ্গামারী থানার ওসি মুহাঃ আতিয়ার রহমান ও ইন্সপেক্টর(তদন্ত) জাহিদুল ইসলাম তাৎক্ষনিক বিষয়টি আমলে নিয়ে বিষয়টি পিএসআই মিজানুর রহমানকে দায়িত্ব প্রদান করে। পিএসআই মিজানুর ভুল নম্বরধারী ব্যক্তির সাথে যোগাযোগ করে বিকাশে প্রাপ্ত টাকা মুল মালিককে ফেরত দেয়ার কথা বললে সে টাকা আত্মসাতের উদ্দেশ্যে মোবাইল ফোনটি বন্ধ করে রাখে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় দিনাজপুর জেলার বিরল থানার হরিপুর পলাশবাড়ী ইউনিয়নের ঐ ব্যক্তির নিকট থেকে জিডি মূলে বিকাশের টাকা উদ্ধার প্রকৃত মালিকের জিম্মায় প্রদান করেন। এ বিষয়ে ইন্সপেক্টর (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, পুলিশ বিভাগের তথ্য প্রযুক্তির ব্যবহারে আমরা একধাপ এগিয়ে। ইতিমধ্যে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে আসামী আটকসহ অনেক হারানো মোবাইল উদ্ধার করে মুল মালিককে দেয়া হয়েছে।