কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
বঙ্গবন্ধু কুড়িগ্রাম জেলা ফুটবল লীগে জারা স্পোটিং ক্লাবকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ইএসএস স্পোর্টিং ক্লাব। শুক্রবার বিকেলে কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে খেলা শেষে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, পৌর মেয়র কাজিউল ইসলাম, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানষ দাস ধলু প্রমুখ।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ফাইনাল খেলায় প্রথমার্ধের খেলা গোলশূণ্য ড্র ছিল। দ্বিতীয়ার্ধে গোছালো ফুটবল খেলে ইএসএস ক্লাবের আল আমিন ২টি এবং নুর ইসলাম ১টি গোল করে এগিয়ে যায়। পরে চেষ্টা করেও গোল পরিশোধ করতে পারেনি জারা স্পোর্টিং ক্লাব। শেষ পর্যন্ত ৩-০ গোলে এবারের আসরের বিজয়ী দল ইএসএস স্পোর্টিং ক্লাব। আসরে দৃষ্টিনন্দন খেলা উপহার দিয়ে সবের্বাচ্চ ৮টি গোল করে সেরা খেলোয়াড় হন ইএসএস স্পোর্টিং ক্লাবের এক হাত বিহিন প্রতিবন্ধী খেলোয়াড় আল আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন