নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা।

র‍্যাব ১০ সিপিসি ৩, ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, পিপিএমের নেতৃত্বে একটি আভিযানিক দল, ডিএমপি ঢাকার কোতোয়ালি থানাধীন ভূঁইয়া মেডিসিন মার্কেটে অভিযান পরিচালনা করে দুই চোরাকারবারি ও ঔষধ ব্যবসায়ী গ্রেফতার।

গ্রেফতারকৃত মুক্তার হুসাইন (৩০), ও মোঃ আকতার হুসাইন (৩০) কে গ্রেফতারের সময় ৬৮ হাজার ৯ শত ৭০ পিস নিষিদ্ধ বিদেশী অবৈধ ঔষধ সামগ্রী বিক্রয়ের সময় হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

উদ্ধারকৃত বিদেশী ঔষধের আনুমানিক বাজার মূল্য ১৩,০০,০০০ টাকা।

গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে, তারা পরস্পর যোগসাজশে বিভিন্ন দেশ হতে অবৈধ চোরাচালানের মাধ্যমে বাংলাদেশ সরকারের কর ফাঁকি দিয়ে বিভিন্ন কোম্পানির বিদেশী ঔষধ সামগ্রী সরবরাহ করে বাংলাদেশের বাজারে ক্রয় বিক্রয় করে থাকেন।

ডিএমপি ঢাকার কোতোয়ালি থানায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫-খ ধারায় নিয়মিত মামলা হয়েছে বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন