চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দরে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে আটক ধর্ষককে জেল হাজতে প্রেরণ করেছে চিরিরবন্দর থানা পুলিশ। এ ব্যাপারে ভিকটিম বাদী হয়ে গত ২৩ মার্চ চিরিরবন্দর থানায় একটি মামলা দায়ের করেছে মামলা নং-১৩।
মামলার এজাহার সুত্রে জানা গেছে, উপজেলার খেড়কাটি চওড়া মাঠ গ্রামের দেলোয়ার হোসেনের কলেজ পড়ুয়া বখাটে রুহুল আমিন (২১) একই পাড়ার মৃত নাঈম উদ্দীনের নবম শ্রেনির মাদরাসা পড়ুয়া ছাত্রী আছমা (১৭) (ছদ্মনাম)কে বিয়ের প্রলোভনে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিত। ঘটনার দিন রাত সাড়ে আটটায় রুহুল কৌশলে আছমাকে বাড়ীর পার্শ্ববর্তী লিচু বাগানে নিয়ে গিয়ে জোরপূর্বক শ্লীলতাহানী ঘটায়।
এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে ও ধর্ষক রুহুলকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই শরীফ জানান, ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও আসামী রুহুলকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।