স্টাফ রিপোর্টার
দোলপূর্ণিমা উপলক্ষে ১৩ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ মোতাবেক ২৬ ফেব্রুয়ারি ২০২১ খৃষ্টাব্দ থেকে ১৫ ফাল্গুন ফকিরকুলের শিরোমণি মহাত্মা লালন সাঁইজীর আখড়ায় বরাবরের মতো পালন করা হবে ২৪ ঘন্টাব্যাপীসহ তিন দিনের মেলা।
২৪ ঘন্টার সাধুসঙ্গে অধিবাস আরম্ভ ১৩ ফাল্গুন রোজ শুক্রবার সন্ধ্যায় এবং পরদিন পূর্ণসেবা গ্রহণের পর ১৪ ফাল্গুন রোজ শনিবার বিকালে সঙ্গের প্রহর পরিসমাপ্ত হবে।
সঙ্গ অষ্টপ্রহরে শেষ হলেও মেলা-মূলমঞ্চে ভাব গান সহ পুরো ছেঁউড়িয়া জুড়ে সাধুগুরুদের পদচারণা সহ ভিন্ন ভিন্ন অনুষ্ঠান-আলোচনা সভা সহ লালন ধারার বিভিন্ন পর্ব পরিচালিত হবে, এই উৎসবমুখর আয়োজনে সকল লালন অনুসারীসহ সকল ভাববাদী- আধ্যত্মবাদী- আত্মানুসন্ধায়ীদের আমন্ত্রণ জানিয়েছেন কুষ্টিয়া কুমারখালি ছেউড়িয়ার লালন আখড়ার কমিটিবৃন্দ।