জুড়ী প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে দৈনিক বাংলাদেশ সমাচার ও বার্তাবাজারের প্রতিনিধি সাংবাদিক বুরহান উদ্দিন মুজ্জাকির হত্যার প্রতিবাদে মৌলভীবাজারের জুড়ীতে মানববন্ধন করেছেন কর্মরত সাংবাদিকবৃন্দ।আজ সোমবার উপজেলা চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও
সাধারণ সম্পাদক তাজুল ইসলামের পরিচালনায় একাত্বতা পোষণ করে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ,জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি মঞ্জুরে আলম লাল, দৈনিক প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, দৈনিক মানবজমিন প্রতিনিধি ফখরুল ইসলাম, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী,রত্না চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও
দৈনিক আমাদের অর্থনীতি প্রতিনিধি এম রাজু আহমদ,দৈনিক ইত্তেফাক প্রতিনিধি কামরুল ইসলাম নোমান,দৈনিক একাত্তর প্রতিনিধি আল আমিন,সিলেট বিডি নিউজের সম্পাদক জহিরুল ইসলাম সরকার, দৈনিক আমার দেশ প্রতিনিধি হারিছ মোহাম্মদ,এশিয়ান টিভি প্রতিনিধি সায়েম জাফর ইমামী, , দৈনিক সকালের সময় প্রতিনিধি মনিরুল ইসলাম, দৈনিক শুভ প্রতিদিন প্রতিনিধি কামরুল হোসাইন পলাশ, দৈনিক বজ্রশক্তি প্রতিনিধি শাহ আলম, সাংবাদিক শামীম আহমদ, আশরাফ উদ্দিন,ব্যবসায়ী মাহবুবুল আলম জলিল, মুজিবুর রহমান,সাইফুর রহমান সহ আরোও অনেকে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তরা সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির,এটিএন বাংলার সাংবাদিক সাগর-রুনি সহ সকল সাংবাদিক হত্যা ও নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে সাংবাদিক হত্যা ও নির্যাতনকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।