বিজ্ঞপ্তিঃঃ
দেশে চলমান সাংবাদিক নির্যাতন মামলা হামলা ও হত্যার ঘটনার প্রতিবাদে আগামীকাল ২মার্চ সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত “সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা সদর থেকে প্রকাশিত ও বহুল প্রচারিত “মানব চাহিদা” পত্রিকার বার্তা বিভাগ সম্পুর্ণ ভাবে বন্ধ থাকবে।

উল্লেখ্য, দেশে চলমান সাংবাদিক নির্যাতন মামলা হামলা ও হত্যার ঘটনার প্রতিবাদে, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম “বিএমএসএফ” এর পক্ষ থেকে ঢাকা সহ দেশের প্রতিটি জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকদের সমন্ময়ে আগামীকাল ২মার্চ সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত কলম বিরতি পালন কর্মসুচীর ডাক দেয়া হয়েছে।

“বিএমএসএফ” এর ডাকে সারা দিয়ে কলম বিরতি কর্মসুচীতে একাত্বতা ঘোষনা করে “মানব চাহিদা” পত্রিকার বার্তা বিভাগ সম্পপুর্ণ ভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহন করেছন পত্রিকা কতৃপক্ষ। এবং “মানব চাহিদা” পত্রিকায় কর্মরত সকল জেলা ও উপজেলায় প্রতিনিধি গনকে নিজ নিজ এলাকায় উক্ত কলম বিরতি কর্মসুচী পালন করা জন্য পত্রিকার বার্তা বিভাগ থেকে জানিয়ে দেয়া হয়েছে। কলম বিরতি পালন শেষে ২টার পর থেকে পত্রিকার বার্তা বিভাগ খোলে দেয়া হবে।

প্রেস বিজ্ঞপ্তিঃঃ
জাহাঙ্গীর আলম চৌধুরী
বার্তা সম্পাদক।
মানব চাহিদা পত্রিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *