এস.এম. রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের খানসামা উপজেলা বিএনপি’র আহবায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি’র বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহেদ শাহ্।
তিনি বুধবার (৩মার্চ) সকালে খানসামা বাজারে তাঁর নিজস্ব রাজনৈতিক চেম্বারে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেন, উপজেলা বিএনপির আহবায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি যুগ্ম আহবায়কদের কোন ধরনের মূল্যায়ন না করে তিনি নিজের ইচ্ছে মতো কমিটি গঠন থেকে শুরু করে সব কাজ করছেন। এসব অগণতান্ত্রিক প্রক্রিয়া কোন মতেই গ্রহণযোগ্য নয় তাই আহ্বায়কের কার্যক্রমে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে না আসা পর্যন্ত কোন কর্মসূচীতে অংশগ্রহণ করব না।
এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি মুঠোফোনে বলেন, এসব অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। দলীয় কোন কার্যক্রমেই স্বেচ্ছাচারিতা করা হয় নাই। মিটিং গুলোতে শুধু প্রস্তাব রেখেছিলাম। কেননা বর্ধিত সভায় সিদ্ধান্ত নেওয়ার পর কমিটি অনুমোদনের সময় যুগ্ম আহবায়কদের স্বাক্ষর ও অনুমোদন প্রয়োজন রয়েছে। এটা শুধু ভুল বুঝাবুঝি। এ ভুল বুঝাবুঝির অবসান না হওয়া পর্যন্ত সকল বর্ধিত সভা স্থগিত করা হয়েছে।