রৌমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে অগ্নিকান্ডে ১টি টিনশীট ঘর, ৩টি গরু, ১টি ছাগল আসবাবপত্র ও নগদ টাকাসহ প্রায় তিন লক্ষ টাকার মালামালের ক্ষতি হয়েছে। শুক্রবার ভোর রাতে উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাগুয়ারচর গ্রামে মৃত্যু- সামসুল হকের ছেলে হাবেজ আলীর বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা গেছে, মশা তারানো কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তে আগুনের শিখা ছড়িয়ে পড়লে ঘরের ভিতর থেকে কিছুই বের করা সম্ভব হয়নি। পরে গ্রামবাসিরা এসে প্রায় ঘন্টা ব্যাপি বিভিন্ন ভাবে চেষ্টা চালিয়ে আগুন নিভাতে সক্ষম হয়।
ক্ষতিগ্রস্থ কৃষক হাবেজ আলী হাউ-মাউ করে কেদে বলেন, আমার সব কিছু শেষ হইয়া গেছেরে বাবা। স্ত্রী-পুত্র সন্তান নিয়ে কি খামু, কোন হানে যামু,আমার কোনো সহায়সমবল রইল না। সামনে অন্ধকার ছাড়া আমার আর কিছুই রইলো না। গরু পালন করে আমি সংসার চালাইতাম, গরু কেনার ট্যাহা কনে পামু। এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষতিগ্রস্থ পরিবারটি খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন।