ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ঐতিহাসিক ৭ই মার্চ ২০২১ খ্রি. যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ফুলবাড়ী ডিগ্রী কলেজের হলরুমে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার।
এসময় ফুলবাড়ী ডিগ্রী কলেজের প্রভাষক জাকারিয়া মিঞার সঞ্চালনায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, উপজেলা প্রাণিসম্পদ অফিসার কৃষ্ণমোহন হালদার, কৃষি অফিসার মাহবুবুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহজাহান মিঞা বাদশা, ফুলবাড়ী ডিগ্রী কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আজিজার রহমান মাস্টার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ মজনু প্রমুখ।
দিবসটি উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে স্কুল ও কলেজ পর্যায়ের দুটি কুইজ আয়োজিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন শেষে কলেজ প্রাঙ্গনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।