রাণীশংকৈল প্রতিনিধি
ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলা মুক্তিযোদ্ধাদের সপক্ষে প্রমানিক সমুহ যাচাই বাছাই কমিটির বিরুদ্ধে অভিযোগ এনেছেন মুক্তিযোদ্ধা এ.কে.এম. হায়দারুজ্জামান। তিনি একজন নিয়মিত মুক্তিযোদ্ধা ভাতা প্রাপ্ত। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পরিপত্র নং ৪৮.০০.০০০০.০০২.৩৪.০০২.১২-৩৪০ তারিখ ০২-০৯-২০১৫ইং পরিপ্রেক্ষিতে মুক্তিযোদ্ধাদের অধিকতর যাচাই বাছাই কাজ প্রক্রিয়াধিন। যাচাই বাছাইয়ে মুক্তিযোদ্ধা এ.কে.এম. হায়দারুজ্জামান ম-২৭১৩৩ তারিখ ৩-৬-২০০০ খ্রিঃ তারিখ ৩-৯-২০০৩ যাহার গেজেট নং ১৬০৯ এর সাময়িক সনদ পত্রটি সন্দেহযুক্ত হওয়ায় ভাতা বন্ধ করেছেন যাচাই বাছাই কমিটি। মুক্তিযোদ্ধা এ.কে.এম. হায়দারুজ্জামান অভিযোগে বলেন, এটি ষড়যন্ত্রমূলকভাবে আমার ভাতা বন্ধ করা হয়েছে। তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছেন যাচাই বাছাই কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে।
যাচাই বাছাই কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মো. নাহিদ হাসান বলেন, সনদ পত্র যাচাই বাছাইয়ের জন্য মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে তালিকা পাঠানো হয়েছে। সেখান থেকে জবাব আসলে পরবর্তি ব্যবস্থা গ্রহণ করা হবে।